দুঃখের বৃষ্টি ঝরে হৃদয়ের জানালায়
খালিদ হাসান রিংকু
কখনো আনমনা আমি তাকিয়ে থাকি
আকাশ পানে
দেখি খন্ড-বিখন্ড সাদা মেঘের ফাঁকে
একটুখানি নীল।
কখনো পথ হারিয়ে হাঁটতে থাকি অচিন পথে
দেখি দিগন্ত বিস্তৃত হাওড়ের মাঝে
শাপলা ফোটা ঝিল।
কখনো তপ্তক্ষরা রৌদ্রতাপে
ঘর্মক্লান্ত হয়ে বিশ্রাম নিই
চিরসবুজ বৃক্ষের শীতল ছায়াতলে।
কখনো ব্যস্ততার প্রহর শেষে
নিরানন্দ হৃদয় ভিজিয়ে দিই
শ্রাবণ মেঘের রূপালী বৃষ্টির জলে।
কখনো নিশীথ রাতের প্রগাঢ় অন্ধকারে
খুঁজে ফিরি ছোট্ট জোনাকি আলোর প্রদীপ
কখনো নিঃস্তব্ধ নির্জনতার মাঝে চোখ বুজে
দেখি- পাশে এক অচেনা সাগর, বিচ্ছিন্ন দ্বীপ।
কখনো বসন্তের হৃদয় ছোঁয়া নির্মল বাতাসে
দোল খাই সুখের দোলনায়
কখনো কষ্টপ্লাবন মেঘলা কালো আকাশ ভেঙ্গে
দুঃখের বৃষ্টি ঝরে হৃদয়ের জানালায়।