কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর পিপুলস কলেজ মাঠে লিগ্যাল এইড কুষ্টিয়ার আয়োজনে সরকারী খরচে দরিদ্র জনগোষ্ঠিকে আইনগত সহায়তা প্রদান ও মাদক বিরোধী আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় উক্ত মত বিনিময় ও আলোচনা সভায় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সিনিয়র জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোম্বামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. শরিফ উদ্দিন রিমন, এ্যাড. রফিকুল ইসলাম লালন, এ্যাড. হাসানুল আসকার হাসু, এ্যাড. মাসুদ করিম মিঠু দেওয়ান প্রমূখ। এছাড়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, আইনজীবি, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।