মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দাশের হাট গ্রামে স্ত্রী মনিরা আক্তার ময়না হত্যা মামলায় স্বামী মো. দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১২ জুলাই স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ার জেরে ওই দিন রাতে স্ত্রী মনিরাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী দেলোয়ার। পরে তা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেন তিনি।
সিংগাইর থানা পুলিশ ওই দিন মনিরার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় স্বামী দেলোয়ার লাশ রেখে পালিয়ে যায়। পরে ওই দিন রাতে নিহত মনিরার মা নুরজাহান বাদী হয়ে তিনজনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ গোপন সংবাদ পেয়ে ঘটনার তিন মাস পর আসামি দেলোয়ারকে তার নিজ বাড়ি থেকে আটক করে। অন্যরা কোর্টে আত্মসমর্পণ করেন। পুলিশ তিনজনকে আসামি করে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২৩জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর দুই জনকে খালাস দেন আদালত। এবং এঘটনায় তার স্বামী দেলোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।