অপূর্ব রবিন : কুষ্টিয়া মজমপুর ইউনিয়নের মোল্লাতেঘরীয়া এলাকার পানি নিষ্কাশন ও সেচ কাজের জন্য খনন করা জগন্নাথপুর খাল একটু একটু করে খালের পাড়ের জমি দখল করে ক্ষেত বড় করার কারণে খালটি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ কাল পূর্বে এলাকার পানি নিষ্কাশন ও সেচ কাজের জন্য উপজেলার এই খালটি খনন করা হয় এবং খালের পাড় দিয়ে চলাচলের জন্য মাটির এই রাস্তাটি করা হয়। যেখানে কৃষি যানবাহন সহ স্থানিয়রা চলাচল করে থাকে। স্থানীয়ভাবে এটি জগন্নাথপুর খাল নামে পরিচিত। কিন্তু গত কয়েক বছর যাবত খালটি দখলের ধারাবাহিক প্রতিযোগিতা চলছে স্থানীয় কৃষকদের মধ্যে। যার জমির পাশ দিয়ে খালটি গেছে তিনিই খাল পাড় কেটে, ভরাট করে ক্ষেতের আয়তন বৃদ্ধি করেছে। এর-ই ধারাবাহীগতায় জগন্নাথপুর গ্রামের আব্দুল আল ফারুকীর ছেলে ইদ্রিস আলী এই খাল দখলের মহা উৎসবে মেতে উঠেছেন।
এদিকে, এ বিষয়ে ক্যামেরার সামনে কোন ধরনের বক্তব্য দিতে রাজি হননি ভুমি দখলকারী ইদ্রিস আলী এ বিষয়ে কোন কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধরী বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে খালটির ব্যাপারে তথ্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। খালটির উৎপত্তি, আয়তন ও প্রস্ততা জেনে খালের দখল হওয়া জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পিযূষ কৃষ্ণ কুন্ডু বলেন সরকারি খাল দখল করার কোন সুযোগ নাই। যদি খালটি পানি উন্নয়ন বোর্ডের অধিনে হয়ে থাকে তবে প্রয়োজনে পানি উন্নয়ন বোর্ড আইনগত ব্যবস্তা গ্রহন করবে।