অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা প্রথমদিনের পরীক্ষায় কুষ্টিয়ায় অনুপস্থিত ছিলো ১ হাজার ১০ জন পরীক্ষার্থী। এদিকে অসদুপায় অবলম্বনের দায়ে দৌলতপুর উপজেলায় এসএসসি ভোকেশনাল (নবম শ্রেণী) পরীক্ষায় বিপ্লব নামের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। জেলা প্রশাসকের শিক্ষা অফিস থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শনিবার থেকে শুরু হওয়া জেএসসিতে যশোর বোর্ডে প্রথম পরীক্ষা ছিলো বাংলা ১ম পত্র আর ডেডিসিতে মাদ্রাসা বোর্ডের প্রথম পরীক্ষা ছিলো কুরআন মাজিদ ও তাজবীদ শিক্ষা। কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় কুষ্টিয়ায় জেএসসি পরীক্ষার্থী ছিলো ৩২ হাজার ৩শ ২১ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলো ৩১ হাজার ৬শ ২৬ জন। আর অনুপস্থিত ছিলো ৬শ ৯৭ জন। জেডিসি পরীক্ষায় প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজবীদ শিক্ষা পরীক্ষায় কুষ্টিয়ায় পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৪শ ৭৭ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলো ২ হাজার ২শ ৮১ জন। আর অনুপস্থিত ছিলো ১৯৬ জন। অন্যদিকে এসএসসি ভোকেশোনাল (নবম শ্রেণী) পরীক্ষায় প্রথমদিন কুষ্টিয়ায় পরীক্ষার্থী ছিলো ৩ হাজার ৫৩৮ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলো ৩ হাজার ৪শ ২১ জন। আর অনুপস্থিত ছিলো ১শ ১৭ জন। এদিকে জেলা প্রশাসকের শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর কুষ্টিয়া জেলায় সর্বমোট ৪২ হাজার ৬শ ৯৭জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ৩৫ হাজার ৩১৫ জন এবং জেডিসি পরীক্ষার্থী ২ হাজার ৭৮০ জন। জেলার ৬টি উপজেলায় ২৯টি মূল কেন্দ্রের সাথে আরো ৩০টি ভেন্যু কেন্দ্র সর্বমোট ৫৯টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা এবং ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে জেডিসি পরীক্ষা। মূল কেন্দ্র ও ভেন্যু কেন্দ্র সব মিলিয়ে ৬৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষাা। এসএসসি ভোকেশনাল (নবম শ্রেণী) পরীক্ষায় অনুষ্ঠিত হয় ১২টি কেন্দ্রে ও ৩টি ভেন্যু কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ৪ হাজার ৬শ ২ জন।