গাংনী প্রতিনিধিঃএকীভুত শিক্ষা বাস্তবায়নের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে মেহেরপুরের গাংনীতে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় গাংনী উপজেলা পরিষদ চত্তরে ১৭ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,শিক্ষা অফিসার আতাউর রহমান। এসময় ফলসাল বিন হাসান,শিক্ষক নেতা মাজারুল ইসলাম,রকিবুল ইসলাম,হাসান আলী, মনজুরুল ইসলাম স্বপন সহ শিক্ষক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।