কুষ্টিয়া জেলা প্রশাসনের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আজ জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্যোগ মোকাবেলায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা রাশিদা বেগম। তিনি বলেন, দুর্যোগকে গুরুত্ব দিয়ে পূর্ব প্রস্তুতির বিকল্প নেই। বিশেষ করে মসজিদ ভিত্তিক প্রচারনা, মেডিকেল ও বিদ্যুতের স্ট্রাইকিং ফোর্স মাঠে প্রস্তুত রাখতে হবে।
জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব মুন্সি মনিরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ রওশন আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, এনডিসি এবিএম আরিফুল ইসলাম, ফ্য়াার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি আলহাজ¦ রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক হাজী জামিল হাসান খান খোকন, কেপিসি’র যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, গণমাধ্যমকর্মীসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এতে উপস্থিত ছিলেন।