নিজস্ব প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কুষ্টিয়া জেলাজুড়ে রাত থেকে চলছে একটানা বৃষ্টি। শুক্রবার বিকাল থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। রাত থেকে বৃষ্টি একটানা পড়তে শুরু করে। আজ শনিবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাতের যেকোনো সময় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ।
ইতোমধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। এছাড়া খুলনা ও বরিশালের ৯ জেলায় দেখানো হয়েছে ১০ নম্বর মহা বিপদ সংকেত। ঘূর্ণিঝড় বুলবুলের সাথে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কুষ্টিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।
তবে কুষ্টিয়া জেলায় আঘাত না হানলেও শনিবার মধ্যরাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে কুষ্টিয়া জেলার ওপর দিয়ে স্বাভাবিক মাত্রায় ঝড়ো হাওয়া বইতে পারে বলেও তিনি জানান।