দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯নং রিফাইতপুর ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সভাপতি পদপ্রার্থী শাহীন রেজা জনপ্রিতার শীর্ষে অবস্থান করছে।
বাংলাদেশ আওয়ামীলীগকে একটি স্বচ্ছ কমিটি উপহার দিতে চাই দৌলতপুর আওয়ামীগের কর্মীরা। তাই, এই কমিটিতে কোন অনুপ্রবেশ কারি জায়গা পাবে না। আর দৌলতপুরে একটি স্বচ্ছ-সুন্দর কমিটির গঠনের জন্য প্রার্থী সকল দিক দেখে যেমন -একজন ত্যাগী নেতা, যারা সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে তাদের সাহায্য – সহযোগীতা করবে,এলাকার মানুষের জনপপ্রিয়তা বেশি হবে, আওয়ামীগ পরিবারের সদস্য, যারা আওয়ামীলীগকে প্রাণ দিয়ে আগলে রাখবে তারাই এই কমিটিতে জায়গা পাবে বলে জানান তারা।
আর এই সবমিলিয়ে সকল প্রার্থী চেয়ে এগিয়ে আছেন রিফাইতপুর আওয়ামীগের সভাপ্রতি পদপ্রার্থী শাহীন রেজা। তিনি একজন আওয়ামীগ পরিবারের সন্তান। শিশুকাল থেকেই বঙ্গবন্ধু আর্দশে বড় হেয়েছেন। রাজনীতি করার সময় অনেক ত্যাগ স্বীকার করতে হয় তাকে। তিনি ১৯৯৯ সালের রাজনৈতিক সংঘর্ষ কে কেন্দ্র করে ২০০১ সালের জামায়াত-বিএনপির তান্ডবে নির্মমভাবে নির্যাতিত,লুটপাটের শিকার,সাত বছর ঘরে ফিরতে না পারা পরীক্ষিত মুজিব সৈনিক।
এ বিষয়ে এলাকা বাসী বলেন, শাহীন রেজা একজন জন দরদী মানুষ,সে শিশুকাল থেকে সব সময় আমাদের মত সাধারণ মানুষের পাশে থাকেন। সে এলাকার কোন কাজ হলে নিজেকে নিয়জিত রাখে। আমরা সারাজীবন দেখে আসছি তিনি আওয়ামীলীগকে প্রাণ দিয়ে আগলে রাখে।
আমরা এলাকাবাসী তার পাশে আছি, রিফাইতপুর আওয়ামীলীগকে শক্তিশালী করতে শাহীন রেজার মত মানুষের খুবি প্রয়োজন। তাই আমাদের দাবি রিফাইতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপ্রতি হিসেবে শাহীন রেজাকে আমরা দেখতে চাই।
এ বিষয়ে শাহীন রেজার কাছে জানতে চাইলে, তিনি বলেন আমি রিফাইতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী, আমি সকলের কাছে দোয়া চাই।