গাংনী প্রতিনিধিঃমেহেরপুরের গাংনীতে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিশেষ করে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে আজ শনিবার বিকেলে বাজার মনিটরিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সরেজমিন পর্যবেক্ষণ করে পেঁয়াজের দাম২০০টাকা নির্ধারণ করা হয়।বাজার মনিটরিংগে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক।এসময় আরও উপস্থিত ছিলেন,গাংনী পৌর সভার মেয়র আশরাফুল ইসলাম,গাংনী ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই হাবিবুর রহমান,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।বাজার মনিটরিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সরেজমিনে নিবিড় পর্যবেক্ষণ করে।এসময় বলেন কোন ব্যবসায়ী ২০০টাকা বেশী দামে পেঁয়াজ বিক্রয় করলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে জনজীবনে স্বস্তি আনতে সকলের সহযোগিতা কামনা করেন।এসময় আরও উপস্থিত ছিলেন, গাংনী বাজারের কাঁচা মালের আড়ৎদার (পেঁয়াজ) সাহাজুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।