নতুন করে চালের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছেন কুষ্টিয়ার চালকল মালিকরা। রোববার (১৭ নভেম্বর) কুষ্টিয়ার জেলা প্রশাসনের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত জানান তারা।
এ সময় চালকল মালিকরা জানান, বেশি দামে ধান কেনা হয়েছে বলেই চালের দর বেড়েছে। নতুন ধানের আমদানি হলে চালের বাজার স্থিতিশীল হয়ে যাবে বলে মনে করেন তারা।
আগামী ১৫ দিন নতুন করে চালের দাম বাড়ার আশঙ্কা নেই বলেও আশ্বাস দেন চালকল মালিকরা। বৈঠকে জেলা প্রশাসক হুঁশিয়ারি দেন, চালের বাজার অস্থিরতার পেছনে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।