গাংনী প্রতিনিধিঃ-মেহেরপুর মুজিবনগর উপজেলার ঢেলামারি বাগোয়ান প্রাইমারী স্কুলের সামনে থেকে ৩০০গ্রাম গাঁজাসহ মোঃসাজেদুল ইসলাম(২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। আটককৃত মোঃসাজেদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জগন্নাথপুর গ্রামের মোঃএজারুল ইসলামের ছেলে ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, রবিবার রাত ০৮:৫০টার দিকে মোঃ সাজেদুল ইসলাম বিক্রির উদ্দেশ্যে মেহেরপুর মুজিবনগর উপজেলার ঢেলামারি বাগোয়ান প্রাইমারী স্কুলের সামনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিরজাহুর রহমান ও এ এস আই জসিমউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।পরে সেখান থেকে মোঃসাজেদুল ইসলামকে ৩০০গ্রামসহ হাতেনাতে তাকে আটক করে।মোঃসাজেদুল ইসলাম নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।