দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর উপজেলাই নির্ধারিত সরকারী দামে সরাসরি চাষীদের কাছ থেকে নেয্যমূল্যে ধান ক্রয় শুরু সারাদেশে যখন কৃষকরা ধান উৎপাদনে লোকসানের মুখে পড়েছেন তখন দৌলতপুরের কৃষকদের ধানের নেয্য মুল্য দিতে জেলা প্রশাসকের নেতৃত্বে সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ১২ টার দিকে দৌলতপুরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত দাম কেজিপ্রতি ২৬টাকা দিয়ে এই ধান ক্রয় শুরু করেন।
প্রথম দিনেই প্রান্তিক কৃষকদের কাছ থেকে ১ মে:টন ধান সংগ্রহ করা হয়েছে। কৃষকরা সরকার নির্ধারিত দাম মনপ্রতি ১০৪০ টাকা পেয়ে খুঁশি।
তবে তারা দৌলতপুর উপজেলার জন্য ধান সংগ্রহ লক্ষমাত্রা বরাদ্দ বাড়ানোর দাবী জানিয়েছেন। এতে ধান উৎপাদনের লোকসান থেকে তারা রক্ষা পাবেন বলে উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. এজাজ আহমেদ মামুন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, দৌলতপুর,উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার , জনাব, এ কে এম কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার,জনাব, মোঃ খন্দকার শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার, জনাব, মোঃ ইকবাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার, মোঃ সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, দৌলতপুর উপজেলা শাখা কুষ্টিয়া।
উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন জানান, সারাদেশে ধান উৎপাদনে কৃষকরা লোকসানে পড়েছেন। দৌলতপুরে যেন কৃষকরা নেয্য দাম বা সরকার নির্ধারিত দাম পায় সে জন্য এই কর্মকান্ড অব্যাহত থাকবে। এ কোন দালাল কিংবা মধ্যস্বত্ত্বভোগীর ঠাঁই হবেনা বলেও জানান তিনি। উল্লেখ্য, কুষ্টিয়ায় এবার রেকর্ড পরিমান ধানের ফলন হলেও দাম না পাওয়ায় কষ্টার্র্জিত ধানের উৎপাদন খরচও উঠছে না কৃষকদের। তাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষকরা।