দৌলতপুরপ্রতিনিধি: দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডঃশরীফ উদ্দীন রিমন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগ,দৌলতপুর উপজেলা শাখা’র নেতাকর্মীরা
আজ শুক্রবার দুপুর ২টার সময় দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এম,এ মান্নান সরদার বাসায় এ্যাডঃ শরীফ উদ্দীন রিমন কে ফুলেল শুভেচ্ছা জানায় দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম,দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এম,এ মান্নান সরদার, জেলা শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক শামীম হোসাইন, আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা কামরান আহমেদ রাজীব সহ উপজেলা শ্রমিক লীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দীন রিমন বলেন, দৌলতপুরের যুব সমাজকে সম্পূর্ণ মাদকমুক্ত করবো। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে এবং আগামীতে দৌলতপুর উপজেলা শ্রমিক লীগ সাথে নিয়ে কাজ করবো।