কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকার উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানি প্লাইউড কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায়
চার দগ্ধ শ্রমিকের মধ্যে চান্নু কুমার নামের একজন মারা গেছে।
নিহত চান্নু কুমার জুগিয়া দাসপাড়া এলাকার অমল কুমার দাসের ছেলে।
শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার বারখাদা এলাকার উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির এমডিএফ সেকশনে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় সেখানে রাত ১০টা থেকে সকাল ৬টার শিফটের কাজ চলছিল শ্রমিকরা। অগ্নিকাণ্ডে চার শ্রমিক দগ্ধ হওয়ার পর তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷ কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়।
তবে আশপাশের লোকজন জানান, বিকট শব্দে কারখানার বয়লার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সেদিন সকালে সাংবাদিকরা ঘটনাস্থলে যেতে চাইলে তাদের ভেতরে ঢুকতে বাধা প্রদান করা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বলেন, ‘উডল্যান্ড কারখানায় বয়লার বিস্ফোরণের খবর পেয়ে রাত ৪টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা সেখানে পৌছানোর আগেই অগ্নিদগ্ধদের হাসপাতালে পাঠায়।
প্রতিষ্ঠানটির এডমিন তুহিনুল ইসলাম বলেন, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ প্লাইউড এমডিএফ সেকশনে স্টিম বয়লার বিস্ফোরিত হয়। এ সময় আমাদের শ্রমিকরা আগুন নেভাতে গিয়ে চার জন দগ্ধ হয়। তাদের রাতেই ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছিলো। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সেখানকার কর্মরত কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, ‘এর আগে সরকারি ছুটি দেওয়ার কারণে শুক্রবারেও আমাদের কাজ করতে হয়।’ কারখানার নিজস্ব আইন মিলেই আমাদের চলতে বাধ্য হয়।
এদিকে পরিবেশের ক্ষতি হয় বলে আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপনের অনুমতি না থাকলেও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে প্রতিষ্ঠানটি চালাচ্ছে কতৃপক্ষ।