গাংনী প্রতিনিধিঃ-মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে সন্নিকটে । আহত হয়েছেন আব্বাস এবং রিপন নামের আরও ২ শ্রমিক।
রবিবার সকাল ৬টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার এর কাছে এ ঘটনা ঘটে। নিহত জামাল মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের জমির উদ্দিনের ছেলে।
আহত আব্বাস পার্শ্ববর্তী শিবপুর গ্রামের ইয়াসনবীর ছেলে এবং রিপন একই গ্রামের আরজান মণ্ডলের ছেলে। জানা গেছে সকালে থেকে ৭-৮ জনের একদল শ্রমিক একটি ভাড়া করা আলগামন যোগে মেহেরপুর সদর উপজেলার বারাদীর দিকে কপি কাটার উদ্দেশে রওনা দেন। আলগামন বারাদি বাজার ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গেলে আলগামন চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এতে জামাল, আব্বাস এবং রিপন আহত হন। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর জামালের মৃত্যু হয়। আহত রিপনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।