গাংনী প্রতিনিধিঃ-মেহেরপুরে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি মোঃ হারিবুর রহমান হাবিব(৩৫)কে আটক করেছে ডিবি পুলিশ।
আজ সোমবার বিকালে মেহেরপুর শহরের হঠাৎ পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান হাবিব মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার মৃত তুফান শেখ’র ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান,আজ সোমবার মেহেরপুর শহরের হঠাৎ পাড়াতে মাদক বিরোধি অভিযান চালিয়ে মাদক মামলার আসামী হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য হবে ২লক্ষ ৬০হাজার টাকা। আটক তাজুলের বিরুদ্ধে ০৬টি মাদকের মামলা রয়েছে।