কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকার উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় চার দগ্ধ শ্রমিকের মধ্যে মেহেদী হাসান নামে একজন মারা গেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান জুগিয়া উত্তরপাড়া এলাকার আব্বাস উদ্দীনের ছেলে।শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বারখাদা এলাকার উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির এমডিএফ সেকশনে বয়লার বিস্ফোরণ হয়।
সেই সময় রাতের শিফটে কাজ করছিলেন শ্রমিকরা। চার শ্রমিক দগ্ধ হওয়ার পর তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷ কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ঢামেকে স্থানান্তর করা হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা তুহিনুল ইসলাম বলেন, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ প্লাইউড এমডিএফ সেকশনে স্টিম বয়লার বিস্ফোরিত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে চার শ্রমিক দগ্ধ হন। তাদের সেদিন রাতেই ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। আজ মেহেদীর মৃত্যু হয়।