সুমন মাহমুদঃ- কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধী ও ভুমিহীন প্রান্তিক জনগোষ্ঠিকে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে সাবলম্বী করণের লক্ষে অনুদান প্রদান করা হয়েছে। সবার সাথে মিশবো প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ অনুদান প্রদান করা হয়। সবার সাথে মিশবো প্রতিবন্ধী সংস্থার সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন প্রতিবন্ধীরা সমাজের একটি অবিচ্ছিদ্র অংশ। এ প্রতিবন্ধী জনগোষ্ঠিকে ব্যাতিরেকে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নকে ত্বরানিত্ব করতে প্রতিবন্ধী জনগোষ্ঠিকে উন্নয়নের মূল্য শ্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, আলো সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, ফুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি জেদ আলী। কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের পরিচালনায় এ সময়ে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুল ইসলাম,সবার সাথে মিশবো প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, মহিলা শিশু ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক নবীরন নেছা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃদ ২৬ জন প্রতিবন্ধী সদস্যকে ছয় হাজার টাকা করে অনুদান প্রদান করেন।