গাংনী প্রতিনিধিঃ-মেহেরপুর সদর উপজেলার গোপালপুর নামক স্থানে এ্যাম্বুলেন্স এর ধাক্কায় অন্তর( ৬) নামের এক শিশু আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তর গোপালপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
বুধবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় ঢাকা মেট্রো ছ -৭১-০০৬৪ নম্বরের একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথিমধ্যে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর নামক স্থানে অন্তর সাইকেলে রাস্তা পার হওয়ার সময় অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা মারে। অ্যাম্বুলেন্স চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এম্বুলেন্সটি রাস্তার পাশে খাদে কাত হয়ে পড়ে।
এ সময় স্থানীয় লোকজন ছুটে আসলে অ্যাম্বুলেন্স চালক গাড়ি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অন্তরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে অ্যাম্বুলেন্সের অসুস্থ রোগীকে কুষ্টিয়াতে নিয়ে যায় এবং পুলিশ এসে এম্বুলেন্স উদ্ধার করে থানায় নিয়ে যায়।