নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠ প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ত্রি-বার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া উন্নয়নের রুপকার মাহবুবউল আলম হানিফ এমপি।
কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (হুইফ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এস এম কামাল সহ দলীয় জেলা উপজেলা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক আজগর আলী।
ইতিমধ্যে সম্মেলনকে ঘিরে শহরকে সাজানো হয়েছে বর্ণিল রঙিন সাজে, চারিদিকে ফেসটুন বেনার আর গেটের মাধ্যমে সাজিয়ে তুলেছে কর্মীরা। কেন্দ্রীয় নেতাদের বরণ করতে আওয়ামী সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা শ্লোগানের মাধ্যমে অতিথিদের আগমনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে প্রস্তুতি গ্রহন করেছেন। এছাড়াও কুষ্টিয়া জেলা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
এর আগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ২৫ নভেম্বর। সেই সম্মেলনে সদর উদ্দিন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করে কষ্টিয়া জেলা কমিটি গঠন করা হয়।