গাংনী প্রতিনিধিঃ-মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী সীমান্তে বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় মদ উদ্ধার করেছে।
শুক্রবার ভোরের দিকে কাথুলী সীমান্তে বিজিবি’র টহল দল টহলে থাকাকালীন অবস্থায় পার্শ্ববর্তী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩ বোতল মদ উদ্ধার করেন। কাথুলী সীমান্ত ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ১৩ বোতল মদ উদ্ধার করা হয়।