প্রান্তিক কৃষকের কাছে থেকে ধান কিনতে স্বচ্ছতার জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে লটারি। চাহিদা অনুসারে লটারি বিজয়ী কৃষক প্রতি কেজি ২৬ টাকা দরে ১ টন ধান দিতে পারবেন সরকারি খাদ্য গুদামে। ধান ক্রয়ের এ পদ্ধতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এই উপজেলার চৌদ্দটি ইউনিয়নে ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে ২২ হাজার ৫১০ জন কৃষক আমন চাষ করেছে।আজ দুপুর ১২টায় পরিষদ সভাকক্ষে কৃষকের কাছ থেকে ধান কিনতে লটারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতি বছর সরকারের ধান সংগ্রহে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন কৃষকরা। যাদের জন্য এই সংগ্রহ অভিযান সেই কৃষকরাই এর সুবিধা থেকে বঞ্চিত হন। দালাল, ফড়িয়া ও প্রভাবশালীদের দৌরাত্ম্যে সরকারের গুদামে ধান দিতে সত্যিকারের কৃষকরা ছিলেন কোণঠাসা। এই সমস্যা দূর করতেই এবার লটারির মাধ্যমে কৃষকদের বাছাই করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দৌলতপুর উপজেলায় আজ উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে ২০১৯ লটারির মাধ্যমে বিজয়ী কৃষকরা সরকারের কাছে সরাসরি ধান বিক্রির সুযোগ পেল।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, এ্যাড. এজাজ আহমেদ মামুন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, দৌলতপুর, জনাব, এ কে এম কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার,সোনালী আক্তার আলেয়া, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দৌলতপুর, কুষ্টিয়া।মোঃ টিপু নেওয়াজ,ইউপি চেয়াম্যান গণ,খাদ্য নিয়ন্ত্রক অফিসার,ও সরদার মোঃ তৌহিদুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা ও সাংগাঠনিক সম্পাদক, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ।