সুমন মাহমুদ : মিরপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক সরকারী ভাবে ২০১৯-২০ আমন মৌসুমের ধান ক্রয়ের লক্ষ্যে চাষীদের মধ্য থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে চাষী নির্বাচনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল ৩.০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ধান ক্রয় কমিটির সভাপতি লিংকন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার ভূমি রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ও ক্রয় কমিটির সদস্য রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা খাদ্য কর্মকর্তা ও ধান ক্রয় কমিটির সদস্য সচিব ইসরাত জাহান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামশেদ আলী, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার হাজী আব্দুস সালাম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ও ক্রয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম, কৃষক প্রতিনিধি ও ক্রয় কমিটির সদস্য সোহাগ আহমেদ সহ উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে চিথলিয়া ইউনিয়নের ৮৪ মেট্রিক টন ধান ক্রয়ের জন্য ১৬৫৭ জন কৃষকের মধ্য থেকে ৮৪ জন চাষীকে চূড়ান্ত ও ১৬ জন চাষীকে অপেক্ষমান সহ ১০০ জন চাষীকে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। এ সময় ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস জানান, প্রতি চাষী সর্বোচ্চ ১ মেট্রিক টন ধান বিক্রয় করতে পারবে। ২৪৫৯ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের চাষীদের তালিকা থেকে এ উপজেলায় ২৪৫৯ জন চাষী চূড়ান্ত ভাবে নির্বাচন করা হবে। উল্লেখ্য আজ সকাল ১০ টায় অবশিষ্ট ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার চাষী নির্বাচনের লক্ষ্যে উপজেলা অডিটোরিয়ামে লটারী অনুষ্ঠিত হবে।