কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা অধীনস্থ মহিষকুন্ডি বিওপি‘র কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি ০১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী মোছাঃ রোজিনা বেগম (৪৫) আটক করেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা অধীনস্থ মহিষকুন্ডি বিওপি‘র নায়েক মোঃ খলিলুল্লাহ এর নেতৃত্বে মহিষকুন্ডি ক্যাম্পের সামনে পাঁকা রাস্তা নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মোছাঃ রোজিনা বেগমকে আটক করে।
এসময় তার কাছ থেকে ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রোজিনা বেগমকে গাঁজাসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।