দৌলতপুর প্রতিনিধিঃ-কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, দৌলতপুর অটিজমও প্রতিবন্ধী বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তন জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বৃৃৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুুুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহম্মেদ মামুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান চৌধুরী লোটন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সোনালী খাতুন, সমাজসেবা অফিসার ছানোয়ার আলী, রিফাইতপুর ইউনিয়ন চেয়ারম্যান এম,জামিরুল ইসলাম বাবু। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার । সঞ্চালনায় ছিলেন দৌলতপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ্ কবির পান্না।আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন ২০০৮ সালে প্রতিষ্ঠিত দৌলতপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়। কিিন্তু আমরা চিন্তা করে শেষ করতে পারিনা বাবা মাই পারেনা এই প্রতিবন্ধী শিশুদের ঠিক করে রাকতে কিন্তু ৩থেকে ৪ শত প্রতিবন্ধী শিশুদের কিভাবে নিয়ন্ত্রণ করেন। তবে প্রায় আজ দির্ঘ ১১ বছর নিজেদের প্রচেষ্টায় চালিয়ে আসছে। তবে আমাদের উপজেলায় প্রায় ৩০ হাজার প্রতিবন্ধী তাদের জন্য নানা মুখি পদক্ষেপ না নিলে আমরা অনেক টা পিছিয়ে থাকবো।