কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়ন খাজানগর জামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার চার তলা নব-নির্মিত একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল, বটতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মজিজুল ইসলামসহ স্থানীয় প্রধান বর্গ।