দৌলতপুর প্রতিনিধিঃ-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৯৯ নং ডাংমড়কা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কাজ চলমান থাকলেও কোন অংশে পিছিয়ে নেই এখানকার শিক্ষাপ্রদান কার্যক্রম সহ সৃজনশীল কার্যক্রম। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাসুদা পারভীন রুমি চতুর্থবারের মতো উপজেলা শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়টি দেখতে গেলে চোখে পড়ে উন্নয়নের বিভিন্ন চিত্র,সততা ষ্টোর,দেয়ালিকা,,ছবির বোর্ড,উপকরণ কর্নার, বংগবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, বইয়ের জগৎ, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা,কাবিং কার্যক্রম,মিড ডে মিল নিশ্চিতকরন। সবকিছুর পেছনে সবচেয়ে বেশি অবদান মাসুদা পারভীনের। তিনি বিদ্যালয়টিকে আদর্শ বিদ্যালয়ে রুপদান করার জন্য প্রতিকূল পরিবেশের মধ্যেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।