কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর হলরুমে রোববার বেলা ১১ টার সময় ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুষ্টিয়া জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিজি) কার্যক্রমের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ নুরুল আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনিশিয়া সিটু, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমেদ শওকত, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি প্রমুখ।