কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসেনের নির্দেশনায় কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ. মুহাইমিন আল জিহান।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দোকানে বিপদজনক ভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণনের অভিযোগে মোঃ আবুল কালামকে ৫ হাজার, মোঃ মাহবুবুর রহমানকে ৫ হাজার টাকা এবং পদ্মা কসমেটিকসকে ৫ হাজার টাকা মোট ১৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা মোতাবেক জরিমানা আদায় করা হয়।
এসময় সাথে ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।