তামিম হোসেন সবুজ,বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সিমান্ত থেকে পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ১২০০০( বারো হাজার) টাকা ছিল-সেই অভিযোগে (আকাশ খাঁ) ২৪ নামের এক ফটো সাংবাদিককে আটক করেছে বর্ডার গার্ড বি,জি,বি সদস্যরা।
পাসপোর্ট যাত্রী, দেবদূত দেবনাথ, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের নিমাই দেবনাথের ছেলে।
ইং ১০/১২/১৯ মঙ্গলবার বেলা ১২ টার সমায় বেনাপোল চেকপোস্ট সংলগ্ন এলাকাই ঘটনাটি ঘটে।
আটককৃত (আকাশ খা) বেনাপোল পোর্টথানা তালশারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। এবং দৈনিক নওয়াপাড়া পত্রিকার বেনাপোলের ফটো সাংবাদিক।
আটক কৃত আসমীকে বেনাপোল পোর্ট থানায় চাঁদাবাজি ছিনতাইয়ের অভিযোগ মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।