মেহেরপুর প্রতিনিধিঃগাঁজা রাখার অপরাধে সাইদুর রহমান নামের এক মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার রাতে মেহেরপুর শহরের হালদার পাড়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেয়া হয়।
সাইদুর রহমান মেহেরপুর শহরের ঘোষপাড়ার মুসলমানের ছেলে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে সাইদুর রহমান রাতে হালদারপাড়া জনৈক মামুন এর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে নয় গ্রাম গাঁজাসহ আটক করে।