কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় কলেজ টেস্ট পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হয়ে বিষ পানে আত্মহত্যা করেছে নুপুর খাতুন (১৭)নামে এক কলেজ ছাত্রী। মঙ্গলবার দুপুরে ইবি থানার হরিনারায়ন পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুপুর ইবি থানার হরিনারায়ন পুর গ্রামের শাহী মসজিদ পাড়া এলাকার বাবুল হোসেন বিশ^াসের কন্যা ও হরিনারায়ন পুর দোয়ারকাদাস মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বিষয়ে ফেল করার ঘটনাটি মেনে নিতে পারেনি নুপুর। এ বছর হরিনারায়ন পুর দোয়ারকাদাস মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কলেজ টেস্ট পরীক্ষায় অংশ নেয় সে। কয়েকদিন আগে পরীক্ষার রেজাল্ট দিলে চার বিষয়ে অকৃতকার্য হয় নুপুর। বিষয়টি নুপুর জানলেও তার পরিবার কিছুই জানতো না। পরিবারের লোকজন নুপুরের কাছে পরীক্ষার ফলাফল জানতে চাইলে সে কিছুই বলে না। বিষয়টি সন্দেহ হলে নুপুরের মা লাবনী খাতুন নুপুরকে সাথে নিয়ে কলেজের অধ্যক্ষ কাছে পরীক্ষার ফলাফল জানতে চাইলে ঠিক ঐ সময় অধ্যক্ষর কক্ষেই বিষপান করে নুপুর। পরে তরিঘরি করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নুপুরের মৃত্যু হয়।
ইবি থানার এ এসআই আরিফুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।