১১ ডিসেম্বর, মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া জেলা শত্রুমুক্ত হয়।
শহীদদের প্রতি বিনর্ম শ্রদ্ধা প্রদর্শনসহ নানা আয়োজনে আজ কুষ্টিয়া মুক্ত দিবস পালিত হচ্ছে। আজ বুধবার সকালে কুষ্টিয়া কালেক্ট্ররেট চত্ত্বরের বঙ্গবন্ধু ভাস্কর্যে ও মুক্তিযোদ্ধা স্বৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত। পরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা সাংগঠনিক কমান্ড, জেলা শ্রমিকলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দেন। এরপর জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন শেষে শহীদদের মাগফেরাত কামনায় দোওয়া করা হয়। পরে সেখান থেকে র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও আলোচনাসহ নানা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।