মো:- সালাহউদ্দীন
কক্সবাজারঃ-জেলাঃ-প্রতিনিধিঃ-
টেকনাফ সাগর উপকূলে কোস্টগার্ড জাওয়েরা পৃথক অভিযান চালিয়ে ২ লক্ষ ৮০ হাজার পিস পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছেন।
সূত্র জানা যায় ১০ ডিসেম্বর রাতে পৌনো ৪ টার গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফে বিসিজি আউট পোস্টের জওয়ানেরা টেকনাফ সদর ইউনিয়নে নোয়াখালী পাড়া সাগর উপকূলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা ও জারিক্নে উদার করেন।
এবং সকাল পৌনে ৫ টার দিকে শাহপীর দ্বীপ আউট পোস্তের জাওয়ানেরা শাহপীর দীপ সাগর উপকূলে, অপর ১ টি অভিযান চালিয়ে আরো ১ টি পরিত্যক্ত বস্তা উদ্বার করেন ,এবং তা বিসিজি ষ্টেশনে নিয়ে গণনা করে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।