কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সাংবাদিকদের সাথে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দৌলতপুর প্রেসক্লাব (ডিপিসি) কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম সাচ্চুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাসুদুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর সভাপতি সাংবাদিক নেতা আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মাহমুদ হাসান , কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু,কেপিসি’র সদস্য সুমন মাহমুদ, সাব্বির, সোহেল আহমেদ, তানজিল হুদা, নাজমুল ইসলাম, শাহিন আলী, রিপন, হাফিজুর রহমান, মেজবাহউদ্দিন পলাশ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সাধারণ সম্পাদক ফিরোজ কায়সার, যুগ্ম সম্পাদক সোহানুর রহমান শিপন, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধক্ষ্য জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক মুন্না, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিল্টন আহমেদ আনন্দ, সদস্য সজল বিশ্বাস,আশিক ইসলাম, সম্রাট আলীসহ অন্যান্যরা।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা দৌলতপুর প্রেসক্লাবের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি কে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং সব সময় দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র পাশে থাকার অঙ্গীকার করেন।