আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কু্ষ্টিয়া কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে সদর উপজেলার হরিনারায়নপুর বাজারে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, ওজন, সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় অপরাধে গ্রামীন দেশী চালের মুড়ির ম্যানেজার শ্যামল কুমার সাহা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় ।
এবং একই অপরাধে সন্ধ্যা ফুড প্রোডাক্টস্ এর ম্যানেজার নন্দদুলাল সাহা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় দশ হাজার টাকা,(১০,০০০+১০,০০০) = ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সেনেটারী ইনেসপেক্টর সুলতানা রেবেকা নাসরিন ও পুলিশ প্রশাসন।
এই বিষয়ে কু্ষ্টিয়া কার্যালয়ের সহকারি পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে এই সকল অভিযান অব্যাহত থাকবে।