দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে মেসার্স নূরজাহান ফার্মেসীতে নেশার ট্যাবলেট ট্যাপেন্টা বিক্রি করায় বিক্রেতা সোহরাব হোসেন প্রিন্স (৪০) এর ২ মাস জেল ও ২ হাজার টাকা জরিমানা এবং জয়ভোগা গ্রামের মরজেমের ছেলে আসা (২৫) নামে এক নেশাখোর ক্রেতাকে আটকের পর ১ মাস জেল ও ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এলাকাবাসী জানায় ১৬ ডিসেম্বর বিকেলে ডিবি পুলিশের একটি দল নূরজাহান ফার্মেসীতে নেশার ট্যাবলেট ট্যাপেন্টা ক্রয় করে এবং তার কাছে প্রচুর পরিমান নেশার ট্যবলেট রাখা, বিক্রির ও কিছু চোরাই মোবাইল পাওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতে দূষী ঘোষণা করলে বিচারক নির্বাহী ম্যাজিট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজগর আলি এ আদেশ দেন।