খাবারের সন্ধ্যানে বা রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় প্রাণ হারিয়েছে একটি মেছো বাঘ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বিত্তিপাড়া এলাকার লালন তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মেছো বাঘটিকে রাস্তার উপরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
স্থানীয়দের ধারনা, হয়তো খাবারের সন্ধ্যানে প্রায় বাঘের মতোই দেখতে একটা মেছো বাঘ রাতের কোনো এক সময় চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য মুক্তার হোসেন জানান, স্থানীয়রা মৃত মেছো বাঘটিকে নিয়ে উজানগ্রাম এলাকায় রেখেছে। প্রাণীটিকে দেখতে এলাকার সাধারণ মানুষরা ভিড় করছে।
কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মো. শোয়াইব খান জানান, মরা প্রাণী নিয়ে আমাদের কোনো কাজ নেই। আপনারা স্থানীদের বলেন মাটি চাপা দিয়ে দিতে।