গাংনী প্রতিনিধিঃ-মেহেরপুরের গাংনীতে ১৩ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবগত মধ্যে রাতে মথুরাপুরকরমদি গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো -কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর এলাকার মাসুদ রানার ছেলে মনোয়ার (২৭) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে জসিম (২৫)। গাংনী থানা পুলিশের ওসি (তদন্ত) মো: সাজেদুর ইসলাম জানান, মথুরাপুর-করমদির মাঠ দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে উভয়ের কাছে ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।