কুষ্টিয়া মিরপুরে ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে।আজ বিকেল সাড়ে তিনটায় মিরপুর রেলওয়ে ষ্টেষনে রুপসা এক্সপ্রেস এর সাথে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মহিলা দৌলতপুর উপজেলার শশীধরপুর এলাকার মৃত তোফা মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম বলে জানা গেছে।
মৃতদেহ পোড়াদহ জি আরপি পুলিশের কাছে হস্থান্তর করেছে স্থানীয় মানুষ।
সম্পর্কে ভাতিজা নওপাড়া গ্রামের মুন্নাফ জানান-তার ফুফু মানষিক প্রতিবন্ধী ছিলো।ষ্টেষনেই রাত্রিযাপন করতেন।কানে কম শোনার কারনে আজ দুপুরে রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনার সম্মুখীন হন।