কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বাসস্ট্যান্ডের মোটরসাইকেল গ্যারেজ মালিক জাহাঙ্গীর আজ সকালে স্ট্রোক করে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার কর্মচারী এলঙ্গীপাড়া তমিজমোড়ের জিয়ারুলের ছেলে জিহাদ অজ্ঞান হয়ে একই এলাকার রেলপাড়া ড্রেনের মধ্যে পড়ে যায়।
জানা যায়, সকাল ১০ টার দিকে হাসান নামক একজন একই এলাকার যুবক ও পার্শ্ববর্তী ফ্যাক্টরীর কর্মচারীরা ড্রেনের মধ্যে ১৫/১৬ বছরের একটি ছেলেকে সাইকেল সহ অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক পর্যায়ে ছেলেটির পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার পরিচয় জানা যায়। ছেলেটি বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুল কুদ্দুস (৬৫) প্রচন্ড শীতে অসুস্থ হয়ে পড়লে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষনের মধ্যে মারা যায়।