কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের উপর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ভেড়ামারা সেচ পাম্প হাউজের সংলগ্ন এলায় শুরু হওয়া দিনব্যাপী চলা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার।
এসময় সেখানে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভুমি), বাপাউবো’র নির্বাহী প্রকৌশলী ও উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দসহ র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
চলমান এই অভিযানের প্রথমদিনে জিকে মেইন খালের উপরস্থ ৭০টি স্থাপনা উচ্ছেদ হচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট।
এসব অবৈধ দখল ও স্থাপনার সাথে স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধি ও ক্ষমতাশীন দলের নেতাদের প্রশ্রয়েই হয় বলে অভিযোগ উচ্ছেদকৃত পরিবারগুলির।