মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামে আফরোজা খাতুন (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল মহিষাখোলা গ্রামের আজাদ বকসের পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করেন। আফরো খাতুন মহিষাখোলা গ্রামের হাউস আলীর মেয়ে ও একই উপজেলার পিরতলা গ্রামের মালেশিয়া প্রবাসী শিপন আলীর স্ত্রী। স্বামী শিপন মালেশিয়া থাকার কারনে ২ সন্তানের জননী আফরোজা খাতুন পিতার বাড়িতে মহিষাখোলাতেই অবস্থান করতেন। আফরোজা খাতুনের মা সাইভানু জানান, রাতের কোনো এক সময় আফরোজা খাতুন বাড়ি থেকে বের হয়েছে। আমরা কিছুই বুঝতে পারিনি। আমরা মনে করেছি তার ঘরেই আছে সে। সকাল ১০ টার দিকে পুকুরে তার মরদেহ ভাসতে দেথে প্রতিবেশীরা আমাদের খবর দেন। স্থানীয়রা জানান, গ্রামের আজাদ বকসের পুকুরে আফরোজার মরদেহ ভাসছিল। তবে তার উড়নাটি পুকুরের পানির নিকটেই পড়ে আছে। মরদেহটি দেখে তার পরিবারের এবং থানাতে খবর দেওয়া হয়। স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্ত্বিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি নিয়ে এখনি কিছু বলা যাবেনা। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে তাকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গ পাঠানোর প্রস্তুতি চলছে।