গাংনী প্রতিনিধিঃ- মেহেরপুর জেলা (জাপা) জাতীয় পার্টির সভাপতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিমের কন্যা শোভা রাজবিন হুসনা হত্যাকারী স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে মানববন্ধন করে গাংনী বাজার কমিটিসহ সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সংগ্রামী জননেতা সাধারণ সম্পাদক এমএ খালেক।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম,প্যানেল মেয়র নবীরুদ্দীন,আ.লীগ নেতা নজরুল ইসলাম,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন,সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলুসহ সর্বস্থরের মানুষ।
উল্লেখ্য,জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হালিমের কন্যা শোভা রাজবিন হুসনাকে তার স্বামী রবিউল ইসলাম ঢাকার একটি ভাড়া বাসায় এ বছরের ১১ সেপ্টেম্বার পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। হত্যার ঘটনায় স্বামী রবিউল ইসলাম আদালতে ইতোমধ্যে স্বীকারোক্তি দিয়েছেন। এ হত্যার একমাত্র আসামী রবিউল ইসলামের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়।