কুষ্টিয়ার মিরপুরে মৎস্য চাষীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। আধুনিক পদ্ধতিতে নিরাপদ কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক মাছ চাষীদের ৪ দিনের এ প্রশিক্ষন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন্ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি’র (জাইকা) সহায়তায় গতকাল বুধবার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন্ন প্রকল্পের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উত্তম কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান, ক্ষেত্র সহকারী লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৪০ জন মৎস্য চাষী অংশ নেয়।