কুষ্টিয়ার দৌলতপুরে বই উৎসবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় সাড়ে দশ লাখ বই বিতরণ করা হয়েছে।
আজ ১ জানুয়রী২০২০ বুধবার বেলা ১১টায় দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, সংসদ সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ্এমপি ।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম, দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন ও মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক।
দৌলতপুরে ৪০৪টি প্রাথমিক বিদ্যালয়, ৮৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৫টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১০ লাখ ৫৯ হাজার ২০০টি বই বছরের প্রথম দিন তুলে দেয়া হয়।
বছরের প্রথম দিন নতুন বই হাতে আনন্দে উদ্বেলিত হয় শিক্ষার্থীরা।