কুষ্টিয়া মিরপুরে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারদের ৫দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইউপি সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন জনাব কামারুল আরেফিন, চেয়ারম্যান উপজেলা পরিষদ মিরপুর, কুষ্টিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, জনাব কবির আহম্মদ মোল্লা,সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠিত ব্যুরো কুষ্টিয়া। মোঃ রবিউল হক রবি চেয়ারম্যান সদরপুর ইউনিয়ন পরিষদ, জনাবা শারমিন আফরোজ উপজেলা প্রোগ্রাম অফিসার মিরপুর কুষ্টিয়া,উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় ৫দিনে ৭৫ জন শিক্ষক, শিক্ষিকা ও প্রকল্পের সুপারভাইজাররা অংশ নিয়েছেন।