সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার মাডিয়াডাঙ্গায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে জাকির হোসেন ওরফে রাঙ্গা জাকির নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে নিহত ব্যাক্তি ডাকাতি ও খুনসহ ১৩ মামলার আসামী।
সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাডিয়াডাঙ্গা ও দামারপোতার মধ্যবর্তীস্থানে বৃহস্পতিবার মধ্যরাতে বন্ধুকযুদ্ধের এই ঘটনা ঘটে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোঃ মিজানুর রহমান জানান, মাডিয়াডাঙ্গা গ্রামের মোঃ কেরামত গাজীর ছেলে মোঃ জাকির হোসেন(৪০) কে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে তার অস্ত্রভান্ডার তল্লাশী করতে যায় এসময় জাকির বাহিনীর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে, পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের গোলাগুলির মধ্য জাকির হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ পরিদর্শক আরও জানান, তার বিরুদ্ধে আব্দুর রশীদ হত্যা, চোরাচালান , ঘের দখল ও ডাকাতির ১৩ টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ছুরি জব্দ করা হয়েছে।