কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধি ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
গতকাল সকাল ১১.০০টার দিকে এই শীতবস্ত্র বিতরন করেন দৌলতপুর ্উপজেলা
র্নিবাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তার । জানা যায় বৃহত্তম দৌলতপুর
উপজেলায়, মোট প্রতিবন্ধির সংখ্যা ,বয়স্ক কিশোর ও বাচ্চা মিলে পনের
হাজারের ও অধিক বর্তমান এই ্উপজেলায় বসবাস করছে। তার মধ্য বেশির ভাগ
কিশোর ও ছাত্র । উক্ত কারনেই দেশের সব জায়গায় যখন বিভিন্ন মহলের লোকজন
শীত নিবারনের জন্য অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করছে ,ঠিক তখনেই
দৌলতপুর ্উপজেলা র্নিবাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তার বেছে নেয় ভিন্ন
ধরনের উদ্দ্যেগ। উপজেলা র্নিবাহী কর্মকর্তা তার দপ্তরের বরাদ্দকৃত
শীতবস্ত্রের মধ্যে থেকে পঞ্চাশ জন প্রতিবন্ধি ছাত্রদের হাতে এই শীতবস্ত্র
তুলে দেন। তারা সবাই দৌলতপুর প্রতিবন্ধি ও অটিজম বিদ্যালয়ের ছাত্র
ছাত্রী।এ সময় উপ¯িথত ছিলেন দৌলতপুর প্রতিবন্ধি ও অটিজম বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোঃ আবু ছালেহ্ মাজনুল কবির পান্না ও সহকারী শিক্ষকবৃন্দ ।